পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০ টাকা কেজি চাল বিতরণের তালিকায় নাম থাকার পরেও চাল পাননি একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার দেবীগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল পাবার তালিকা প্রস্তুত করেছে দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ। ওই তালিকায় নাম থাকার পরেও চাল কিনতে পারেনি অনেকে। অভিযোগকারীরা ডিলারের কাছে বারবার চাল চাইতে গেলেও তাদেরকে চাল দেওয়া হয়নি। অভিযোগকারীদের মধ্যে শারমীন আক্তার শিউলি ও আনছার আলী জানান, আমরা বার বার ডিলারের কাছে চাল চেয়েছি, পাইনি। অনেকের নাম তালিকায় আছে কিন্তু ডিলার সাহেব তার পছন্দমতো লোকজনদের চাল দিচ্ছেন।
সংশ্লিষ্ট ডিলার দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু জানান, তালিকায় নাম থাকার পরও কাউকে চাল দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, চাল সবাই নিয়ে যায়। কিন্তু অভিযোগকারীরা আমার সঙ্গে কখনো দেখা করেনি ।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, অভিযোগটি আমলে নিয়ে গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল