করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা দুজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আক্কাস আলী (৭০) ও একই উপজেলার চরমহেন্দ্রপুর গ্রামের মৃত হামদু মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৭১)। করোনা উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল আক্কাস আলী ও ২৩ এপ্রিল আব্দুস সামাদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, ৯ দিন আগে করোনা উপসর্গ নিয়ে আক্কাস আলী ও আব্দুস সামাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তারা সুস্থ হয়ে উঠলে আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের বাড়ি কুমারখালী উপজেলার গট্টিয়া ও চরমহেন্দ্রপুর গ্রামে।
বিডি প্রতিদিন/আল আমীন