করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স ও দৌলতপুরে আক্রান্ত বৃদ্ধ রিক্সাচালকের পরিবারের পাশে দাঁড়িয়েছে মহানগর যুবলীগ। শুক্রবার মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন এসব পরিবারের সদস্যদের ১৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ, ফল ও শাক-সবজি।
যুবলীগ নেতা শেখ সুজন বলেন, কিছু দুষ্কৃতকারী আতঙ্ক ছড়িয়ে করোনা আক্রান্ত পরিবারের প্রতি অমানবিক আচরণ করছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকা উচিত। তিনি করোনায় আতঙ্ক নয় বরং করোনা আক্রান্তদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার