বগুড়ায় কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। ৪ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
শুক্রবার দুপুরে শহরের সাতমাথায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আলু, চাল, পিয়াজ, ছোলা, ডাল, তেল তুলে দেন। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাতমাথার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকাবাসীর মাঝে প্রধানমন্ত্রী'র উপহার সামগ্রী পৌঁছে দেন। এছাড়া তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া পৌর এলাকার ৪, ১৬ ও ১৭ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কৃষক লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইফতেখার হাসান জিসু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, মাহমুদুন নবী রাসেল, এসএম তারিক, রাবি ছাত্রলীগের নেতা আবু জুবায়ের, ওহিদুর রহমান রবিন, মাসুদ রানা, তাঁতী লীগের রাজন, ছাত্র নেতা সেভিট মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন