সিদ্ধিরগঞ্জের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নাসিক সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিআইখোলা এলাকার রেজাউল করিম গংদের ও একই এালাকার কসাই আয়নালের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ এ জমিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিম গং। খবর পেয়ে কসাই আয়নাল গংরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহতরা হলেন, রেজাউল করিম, ইকবাল হোসেন, হালিমা আক্তার তুলি, নবী হোসেন, ইসাছিন, গুলে নূর, রিয়াজ, ইসলাম, শান্ত ও সাহাব উদ্দিনসহ ১৫ জন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো ফরিদ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোদের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। উভয় পক্ষকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল