পাবনা সদর উপজেলার শালাইপুর কাচারীপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মুকুল মালিথা (৫৫)। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী নাসিমা বেগম (৪৫), ছেলে মো. মেহেদী হাসান (১৬) ও মেয়ে নিসি খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহতের ভাই বাবলু মালিথা অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে নিহতের স্ত্রী, ছেলে ও মেয়ে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলাহলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম