বিএসটিআই অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করায় বগুড়ায় লিনজা নিমপাতা জ্যাম্বু মশার কয়েল কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শহরের উত্তর ফুলবাড়ী এলাকায় ওই কয়েল কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এই জরিমানা করেন। এ সময় ১০০ কার্টুন কয়েল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন বিএসটিআইএর কর্মকর্তা প্রকৌশলী জোনায়েদ আহম্মেদ, পরিদর্শক জুলফিকার রহমান, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী খান।
বিএসটিআইএর পরিদর্শক জুলফিকার রহমান জানান, অনুমতি না নিয়েই কয়েলের প্যাকেটের গায়ে বিএসটিআইএর লোগো ব্যবহার করা হয়েছে। এই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন