লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল। শুক্রবার দিনব্যাপী পৌর শহরের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, মোশারফ হোসেন মুশু, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন