ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার বিকেলে বজ্রপাতে দুই গৃহবধূ নিহত হয়েছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই গৃহবধূ হলেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী খুকি আক্তার (২৫) ও তার ভাই মনির হোসেনের স্ত্রী সুইটি আক্তার (৩০)। নিহত দুই গৃহবধূ সম্পর্কে আপন ঝা। নিহতদের লাশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিয়াতলী গ্রামের জমসিদ মিয়ার দুই ছেলের বউ সুইটি আক্তার ও খুকি আক্তার বাড়িতে একচালার নিচে বসে ধান সিদ্ধ করছিলো। শুক্রবার বিকাল চার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে খুকি আক্তার ও সুইটি আক্তার গুরুতর আহত হয়। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরিবারের ধারনা ঘটনাস্থলেই তারা মারা গেছে। একই পরিবারের দুই গৃহবধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) মো. আসাদুজ্জামান ভূইয়া বলেন, বজ্রপাতে দুই গৃহবধূ ঘটনাস্থলেই মারা গেছেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, উপজেলার কাজিয়াতলী গ্রামে বজ্রপাতে দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুইজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার