বরিশালের গৌরনদীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে সেলিম সরদার (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওই উপজেলার বার্থী ইউনিয়নের বাংগিলা গ্রামের সেলিম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শাহাদাত হোসেন এই তথ্যে নিশ্চিত করেছেন।
সেলিম ওই গ্রামের মৃত সরব আলীর সরদারের ছেলে। তিনি ঢাকায় প্রাইভেটকার চালক। করোনার কারনে লকডাউন হওয়ায় সম্প্রতি গ্রামের বাড়ি আসেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার