কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জেরে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর আহত ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী ঝাকুয়াটারী গ্রামে। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত পিতা ও আত্মীয়রা। নিহত যুবক চান্দামারী উচ্চ বিদ্যালয়ের একজন কৃষি বিষয়ক শিক্ষক।
এলাকাবাসীরা জানান, নিহত আহসান হাবীব সানুর মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের পর থেকেই সৎ মায়ের সাথে তাদের প্রায়ই ঝগড়া লেগে থাকত। গত সপ্তাহে আহসান হাবীব সানুর সাথে তার সৎ মাতা লাকি বেগমের কথাকাটি হয়। এ নিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যান লাকি বেগম। এই কলহ মেটাতে বৃহস্পতিবার নিহতের পিতা আব্দুল হাই ঝুনু, চাচা বাচ্চু মিয়া, চাচাতো ভাই মাহবুরসহ বাড়ির উঠোনে বৈঠক চলছিল। এরই এক পর্যায়ে উত্তেজিত হয়ে পিতা আব্দুল হাই ঝুনু ও তার আত্মীয়রা লাঠি দিয়ে আহসান হাবীব সানুর বেদম মারপিট করে। এসময় সানুর স্ত্রী নিপা এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করা হয়। প্রচন্ড আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। এরপর সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান,অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীনে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার