ঝালকাঠির রাজাপুরে মো. হুমায়ুন কবির (৫৫) নামে এক ব্যক্তির শ্বাস কষ্টে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবির উপজেলার উত্তর উত্তমপুর এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র।
শুক্রবার বিকালে তার নিজ এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা তার দাফন সম্পন্ন করেন। হুমায়ুন কবিরের শ্যালক মো. কাওসার হোসেনসহ পরিবারের সদস্যরা জানান, হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। বুধবার সকালে বুকে প্রচন্ড ব্যথা নিয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা শেষে বিকালে বরিশাল যাওয়ার পরামর্শ দেয়। পরিবারের সদস্যরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হুমায়ুন কবিরকে জরুরি বিভাগে ভর্তি করেন।
বৃহস্পতিবার সকালে রক্তের প্রয়োজন হলে তাকে রক্ত দেওয়ার প্রস্তুতি নিলে তিনি বমি করে এবং সাথে রক্ত বের হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহ করে হুমায়ুনকে করোনা ওয়ার্ডে পাঠান। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট পাওয়া যাবে শনিবার।
বিডি প্রতিদিন/আল আমীন