করোনা চিকিৎসা দিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলোজির চিকিৎসক এম এ রশীদ। প্রতিবেশীদের কাছ থেকে অমানবিক আচরণের শিকার হচ্ছেন তিনি।
জানা গেছে, গত ২২ এপ্রিল মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ইদ্রিস আলী (৩৬) নামের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর পূর্বে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন কার্ডিওলোজির চিকিৎসক এম এ রশীদ।
পরে মৃত ব্যক্তির করোনা টেস্টে পজেটিভ আসার পর থেকে তিনি ও তার পরিবার পৃথকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি দুবার নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসলেও তিনি চুয়াডাঙ্গা শহরের যে বাসায় আছেন সেখানকার কয়েকজন অমানবিক আচরণ করছেন তার পরিবারের সঙ্গে। মধ্যে চিকিৎসক পরিবারের উপর নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তাদেরকে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলোজি চিকিৎসক এম এ রশীদ বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় বর্তমানে সমস্যা সমাধান হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জানান, মো. জাহিদুল ইসলাম বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলোজি চিকিৎসক এম এ রশীদের বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তীতে যেন কোন প্রকার বিড়ম্বনায় না পড়ে এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন