শরীয়তপুর সদর উপজেলায় এই প্রথম ত্রাণসামগ্রীর পরিবর্তে গরীব অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ। জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার সরকারি অফিসারদের ব্যক্তিগত পক্ষ হতে আর্থিক সহায়তা নিয়ে ৬৭ হাজার টাকার তহবিল গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ।
এ তহবিল সোমবার মাহমুদপুর ইউনিয়নের যারা কোন ধরনের মানবিক সহায়তা পাননি; তাদের মধ্যে সবচেয়ে প্রান্তিক দুস্থ ১৩৪ পরিবারের প্রত্যেক পরিবারকে ৫শ টাকা করে প্রদান করা হয়।
মাহমুদপুর ইউনিয়নটিতে তুলনামূলকভাবে দুস্থ লোকজন বেশি হওয়ায় এবং উপজেলা হেডকোয়ার্টার থেকে দূরতম অবস্থান থাকায় ওই ইউনিয়নের জনগণের মাঝে এ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/আল আমীন