শ্রমিক পাচ্ছেন না। স্বপ্নের ফসল গোলায় তুলবেন কি করে। তা নিয়ে কপালের ভাঁজ বাড়তে থাকে। এই সময় কৃষক দুলাল মিয়ার পাশে দাঁড়ান তার জমির পাশের কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা তার ৫০ শতক জমির ধান কেটে দেন।
কৃষক দুলাল মিয়া বলেন, করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না। জমিটি কলেজের পাশে। কলেজের অধ্যক্ষ স্যার আমাকে ডেকে বিষয়টি শুনলেন। পরে কলেজের অন্য স্যার ও ছাত্রদের নিয়ে আমার জমির ধান কেটে দেন। এখন বৃষ্টির সময়। এই মুহূর্তে ধান কাটতে না পারলে ফসল নষ্ট হতো। সেলিম রেজা সৌরভ স্যার অনেক বড় উপকার করলেন।
সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ জানান, নয় জন শিক্ষক, নয় জন কর্মচারী এবং ১০ জন শিক্ষার্থী মিলে কৃষক দুলাল মিয়ার প্রায় ৫০ শতক জমির পাকা ধান কেটে দেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার