নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শশা ক্ষেতে গরু প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আরও ১৫ জন। এ ঘটনায় মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুর্বধলা উপজেলার বারহা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মঞ্জুরুল হকের শশার ক্ষেতে পার্শ্ববর্তী ফজল মিয়ার গরু প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্যরাসহ ক্ষেতের মালিকের ভাতিজা আবুল বাশার গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে দুপুরে তিনি মারা যায়।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিহত বাশারের চাচা মঞ্জুরুল হকের জমিতে ফজল মিয়া গ্রুপের নওয়াব আলীর গরু শশা ক্ষেত নষ্ট করতে থাকে। বিষয়টি দেখে মঞ্জুরুল হক গরুটিকে নওয়াব আলীর বাড়িতে বেঁধে রেখে চলে আসেন। এর কিছুক্ষণ পরে নওয়াব আলীর ছেলেরা গরু কেন বাড়িতে বেঁধে রাখা হয়েছে জানতে চাইলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয় বলে জানা যায়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পর আবুল বাশার মারা যান।
এদিকে, আবুল বাশারের মারা যাওয়ার খবর পেয়ে তার বাড়ির লোকজন গরুর মালিকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় নিহতের স্বজনরা। এতে নওয়াব আলী ও তার ভাই এয়াকুব আলীর বাড়ি-ঘর ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি সাধন করে এবং ওই বাড়ি থেকে ২২টি গরু নিয়ে আসে বলে অভিযোগ ওঠে নিহতের স্বজনদের বিরুদ্ধে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষরই ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ