দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে বিরল থানায় হত্যা মামলা করেছে।
এ ঘটনায় পুলিশ রবিবার রাতেই প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন ঝুলু ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমকে (৪২) আটক করেছে।
নিহত নুরুল ইসলাম (৫৫) বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বালান্দোর জলপাড়া গ্রামের মৃত. আকালু মোহাম্মদের পুত্র।
স্থানীয়রা জানান, গত রবিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে নুরুল ইসলাম স্থানীয় জামে মসজিদে তারাবির নামাজ আদায় করে নিজ বাড়িতে আসার সময় টিউবওয়েলের পানি নিস্কাষণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের তোফাজ্জল হোসেন ঝুলু (৫৫) এবং তার লোকজন নুরুলের উপরে চড়াও হয়ে বেধরক মারধর করে।
এসময় নুরুলের চিৎকারে স্থানীয়রা এসে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত এক দম্পত্তিকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মৃত নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে সোমবার থানায় একটি হত্যা মামলা করেছে। লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম