মেহেরপুরের গাংনীতে আসাদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটনকে জামিন মুঞ্জুর না করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, মটমুড়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটনের বিরুদ্ধে আসাদুল ইসলামহে আহত কারার আভিয়োগে তার পিতা শফিউল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় মামলা করেছেন। মামলা নং ০৬ তাং ০৩-০৫-২০২০ ইং। আসামিকে আটক করে মেহেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে জাহাঙ্গীর আলম লিটনের আইনজীবি জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল