ঢাকার ধামরাইয়ে হোম কোয়ারেন্টেনে থেকেই প্রাণঘাতি করোনা ভাইরাসকে জয় করলেন ঢাকা ডিসি অফিসের অফিস সহকারি শামীম হোসেন ও তার মা আনোয়ারা বেগম। সোমবার দুপুরে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতার ছাড়পত্র দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা। এসময় তিনি ওই বাড়িতে গিয়ে ভিটামিন সি যুক্ত খাবার প্রদান করেন। এর আগে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির ও ধামরাই থানা অফিসার ইনচার্জ পৃথক ভাবে করোনায় আক্রান্তদের বাড়িতে খাবার পাঠান।
গত রবিবারও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেটম্যান আয়শা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সুস্থতার সনদপত্র দেয়া হয়।
ডা. নুর রিফফাত আরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, উপজেলার পৌরসভাসহ বিভিন্ন গ্রামের ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ২১দিন হোম কোয়ারেন্টেনে থেকে মা ছেলে ও আমার হাসপাতালের ষ্টাফ সুস্থ হয়েছেন। অন্যরাও ভালো আছেন।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, করোনায় আক্রান্তদের সব সময়ই খোঁজখবর নেয়া হচ্ছে। আমার পৌরসভার ষ্টাফকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নগদ অর্থসহ সার্বিক সহযোগিতা করছি। ধামরাইয়ে আর যাতে কেউ করোনায় আক্রান্ত না হয়ে তার জন্য সব সময়ই জনসচেতনা ও বাজার সরিয়ে মাঠে নেয়া হয়েছে। গণ জামায়াতে যাতে না হয় সেদিকে লক্ষ রাখা হচ্ছে। এসময় তিনি করোনা থেকে মুক্ত থাকতে সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/হিমেল