গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশারোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিক্সার চালক। নিহতের নাম-মীর হোসেন (৭২)। তিনি কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইদ এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিক্সায় চড়ে কাপাসিয়ার টোক বাজারে যাচ্ছিলেন মীর হোসেন। পথে তিনি ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের টোক সালুয়ারটেকি এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা (কিশোরগঞ্জ থেকে কাপাসিয়াগামী) ঔষধবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে রিক্সা চালকসহ আরোহী মীর হোসেন আহত হন এবং রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। আহত অটোরিক্সা চালককে স্থানীয় সেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে, তবে গাড়িটির চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার