নারায়নগঞ্জের রূপগঞ্জের এশিয়ান বাইপাস মহাসড়কের কালনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল রবিবার (৩ মে) রাত সাড়ে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেটকার, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর জেলার কালকীনি থানার আলীপুর সরদার বাড়ির মৃত ফজলুর করিমের ছেলে মোঃ আব্দুল কাদের, কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার শশীদল মিয়াজান বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মোঃ মামুন মিয়া, ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার ধনাগদা সালু কবিরাজের বাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ আবুল হোসেন।
র্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী জানান, রবিবার রাতে খবর ছিলো প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে মাদক নিয়ে গাজীপুরের দিকে যাবে। র্যাবের চৌকস দল পূর্বাচল উপশহরের কালনী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। প্রাইভেটকারটি কালনী পৌঁছালে গতিরোধ করা হয়। পরে তল্লাশী চালিয়ে সাড়ে ৩৯ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, ৪ টি মোবাইল, ৪ টি সিমকার্ড জব্দ করে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ