কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন নাফনদীর তীরবর্তী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউপি ওয়াব্রাং বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে যায়।কিছুক্ষণ পরে১নম্বর স্লুইচ গেইট হতে১শ'গজ উত্তর দিক দিয়ে দুই ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে অন্ধকারের সুযোগে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এলাকা তল্লাশি করে ইয়াবা পাচারকারীর ফেলে যাওয়া একটি ব্যবহৃত মোবাইল, নগদ ৩৫০ টাকা ও একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে গণনা করে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/হিমেল