কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। উপজেলার টগরাইহাট এলাকায় বিস্কুট বোঝাই ট্রাকের সাথে মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে বিপুল মিয়া (৩২)নামে পিকআপভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহত পিকআপ চালক বগুড়ার মাটিডালি এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুরে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকার কেন্দ্রা পন্ডিতবাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে বগুড়া থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সাথে কুড়িগ্রাম থেকে যাওয়া বিস্কুট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক বিপুল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঘাতক চালক ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার