গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য পিড়ারবাড়ী গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ লুৎফর রহমান জানান, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার