বগুড়ার নন্দীগ্রামে করোনা মোকাবেলায় বিজরুল হাসপাতালে কর্মরত ডাক্তারদের মাঝে ফেস শিল্ড ও নিরাপদ চশমা প্রদান করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
মঙ্গলবার সকালে উপজেলার বিজরুল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটনের হাতে ৫০টি ফেস শিল্ড, ৫০টি নিরাপদ চশমা ও ৯টি পিপিই তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রভাষক আব্দুল বারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাঁতী লীগের সভাপতি আবু নোমান প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম