চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মোনাকষা গ্রামে জিকে ক্যানেলের ধার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। শনিবার দিনগত রাতে গ্রামবাসীর দেয়া খবরে চালগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই ৫০ বস্তা চাল ফেলে রেখে গেছে তার কোন হদিস পাওয়া যায়নি।
এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ার পর আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও সরকারি খাদ্যগুদাম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের জিকে ক্যানেলে স্থানীয়রা মাছ ধরতে যায়। এ সময় ক্যানেলের পাশে সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখতে পান সরকারি খাদ্যগুদামের চাল। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে জড়ো হয় উৎসুক জনতা। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির, ওসিএলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির জানান, পরিত্যক্ত এসব চালের বস্তায় ‘গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ডাইরেক্টরেট অব ফুড। মিনিস্ট্রি অব ফুড। নেট ওয়েট ৫০ কেজি’ লেখা রয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, চালগুলো খাবার অনুপযোগী, নষ্ট। তবে কে বা কারা ক্যানেল পাড়ে ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা