বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে দলটির সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে সভাটি চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বগুড়ার এনসিপি নেতা ডা. সানি জানান, জেলা পরিষদ মিলনায়তনে তাদের সমন্বয় সভা চলাকালে পরিষদ চত্বরে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। এনসিপি নেতা সারজিস আলম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রশাসনের গাফিলতির কারণে এমনটা ঘটেছে। এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসন ব্যর্থ হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, এনসিপির সমন্বয় সভা চলাকালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কীভাবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।