মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ অনেকটা কমেছে। দফায় দফায় ফেরি বন্ধ থাকা এবং রাস্তায় পুলিশের কঠোর অবস্থানের কারনে গত কয়েকদিন ধরেই ঘাটে চাপ কম ছিল। গতকাল থেকে গণপরিবহণ ছাড়া সকল যানবাহন রাস্তায় চলাচল করছে। তবে অন্য বছরের তুলনায় ঘাটে চাপ একেবারেই নেই।
নেই ফেরির কোন সমস্যা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাবার অন্যতম যোগাযোগ এই নৌপথ। প্রতি বছর প্রচুর লোকজন যাওয়া আসা করে এই পথ দিয়ে। কিন্তু এবার করোনা সংক্রমন রোধে মানুষের চলাচল সিমিত করা হয়। যে কারনে অন্যতম এ রুটে লোকজন গাড়ি নিয়ে ও যাত্রীরা সহজেই পার হচ্ছে।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম বলেন, আজ শনিবার ঘাটে গাড়ির তেমন চাপ নেই। গণপরিবহল বন্ধ থাকার কারণে এবার ঘাট ফাঁকা। পণ্যবাহী ট্রাকসহ সবধরনের যানবাহন সহজেই পার হয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল