২৫ মে, ২০২০ ০৪:১৩

সৌদিআরবের সাথে মিল রেখে শরীয়তপুরে ঈদুল ফিতর পালন

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি

সৌদিআরবের সাথে মিল রেখে শরীয়তপুরে ঈদুল ফিতর পালন

শরীয়তপুরে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গতকাল রবিবার ঈদুল ফিতর পালন করছেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত-অনুসারী ৩২টি গ্রামের ৩০ হাজার মানুষ। শরীয়তপুরের নড়িয়া, ডামুড্ডা, ভেদরগঞ্জ ও সখিপুর থানার ৩২টি গ্রামের ১০ পরিবার ঈদ উদযাপন করেছেন।

ঈদুল ফিতর উপলক্ষে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একটি সকাল ৯টায় ও অপরটি সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়েছে। সময় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত-অনুসারীরা ঈদুল ফিতরের জামাতে অংশ নেয়। 

প্রথম জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর শাহ সুফি হযরত বেলাল নূরী। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।  জামাত শেষে সেমাই খেয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর