৩১ মে, ২০২০ ১৯:৪৪

কুড়িগ্রামে জিপিএ-৫ এ শীর্ষে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জিপিএ-৫ এ শীর্ষে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও ১১২ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে জেলার কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ  বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবারেও শীর্ষ স্থানীয় ফল ধরে রেখেছে এ প্রতিষ্ঠানটি। তবে এরপরেই ২য় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

 রবিবার দুপুরে ঢাকায় ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো:শামছুল আলম।তিনি জানান,বিগত বছরের চেয়ে এবার আমার জেলার এসএসসির ফলাফল অনেক ভালো। এবার পাশের হার শতকরা ৮০শতাংশ বলেও তিনি জানান।এদিকে,সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ওয়াজেদ আলী জানান,আমাদের এবছর মোট শিক্ষার্থী ছিল ২৩৭জন। তম্মধ্যে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন ছাত্র। এছাড়া আমাদের এ প্রতিষ্ঠানের গড় পাশের হার ৯৯.৫০শতাংশ বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর