১ জুন, ২০২০ ০৬:৪২

সুনামগঞ্জে ১৬ র‍্যাব সদস্যসহ ২১ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ১৬ র‍্যাব সদস্যসহ ২১ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

সুনামগঞ্জে ১৬ র‍্যাব সদস্যসহ আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে । 

গতকাল রবিবার (৩১ মে) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা সনাক্ত হয়। তার মধ্যে ১৬ জনই সুনামগঞ্জ সিপিবি-৩ এ কর্মরত। 

আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রয়েছেন। 

জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে রবিবার ২১ জনের করোনা সনাক্ত হয়েছে। যার মধ্যে ১৬ জনই র‍্যাবের সদস্য। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।

র‍্যাব সুনামগঞ্জ সিপিবি-৩ জানায়, করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের ২২ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে ১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। ইউনিটে কর্মরত বাকিদেরও করোনা পরীক্ষা করা হবে। সুনামগঞ্জ ইউনিটে ৬৭ জন সদস্য কর্মরত আছেন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর