১ জুন, ২০২০ ২১:১০

ঝিনাইদহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে সেফটি বুথ স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে সেফটি বুথ স্থাপন

ঝিনাইদহের দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস সেফটি চেম্বার ও করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের নিজ অর্থায়নে এ বুথ দুইটি স্থাপন করা হয়েছে। 

এর আগে ভাইরাসের নমুনা দেওয়ার জন্য জেলা শহরে যেতে হতো দুই জেলার রোগীদের। কিন্তু বর্তমান কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বুথ নির্মাণ করায় সাধারণ মানুষ সহজেই করোনা ভাইরাসের নমুনা দিতে পারছেন। 

এ ব্যাপারে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, এর আগে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছিল। সেফটি বুথ নির্মাণ করায় জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত রোগীদের পরীক্ষার জন্য সহজেই নমুনা সংগ্রহ করে দ্রুততার সাথে ল্যাবে পাঠিয়ে ফলাফল পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর