সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ সামজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ ও জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল