কিট সঙ্কটের কারণে ফেনীতে তিন দিন ধরে করোনা নমুনা সংগ্রহ করা হচ্ছে না। আজ মঙ্গলবার তিন দিন ধরে করোনা আক্রান্তের ফলাফলও পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কিট সঙ্কটের কারণে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে গত তিন দিন ধরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে বৃহত্তর নোয়াখালী জেলার তিন জেলা-ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার করোনা পরীক্ষার জন্য কয়েক হাজার নমুনা ল্যাবে জমা হয়ে আছে।
ফেনীর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ আবু ইউছুফ জানান. ফেনীতে এ পর্যন্ত ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট ৪৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৩২৭১ জনের ফলাফল পাওয়া গেছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের।
ফেনীর সিভিল সার্জন করোনায় আক্রান্ত হওয়ায় বর্তমানে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বে আছেন ডা. মাসুদ রানা। বার বার ফোন করলেও ডা. মাসুদ রানা ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ মোবাইল রিসিভ করেননি।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, গত শনি বার থেকে ফেনী জেনারেল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। যে কিট দিয়ে নমুনা সংগ্রহ করা হয় সে কিট শেষ হয়ে গেছে। তাছাড়া নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে হাসপাতালে যে কিট দিয়ে করোনা টেস্ট করা হয় সে কিট শেষ হয়ে যাওয়ায় সেখানেও টেস্ট বন্ধ রয়েছে। আমাদের কিট আসতে সম্ভবত আরও কয়েকদিন সময় লাগবে। দুই জায়গায় কিট আসার পর আবারও টেস্ট শুরু হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন