মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান কাজী রেজার বিরুদ্ধে অনাস্থা ও তার অপসারণের দাবি জানিয়েছেন ১১ জন সদস্য। আজ মঙ্গলাবর দুপুরে বাল্লা ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।
এসময় জানানো হয়, চেয়ারম্যানের দুর্ণীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে এ বছর ১৭ মে বাল্লা ইউনিয়ন পরিষদের ১১ সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়। এর পর একই অভিযোগে ৩০ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবও মন্ত্রী বরাবর অভিযোগ করা হয়। কিন্তু এর কোন সমাধান হয়নি। দ্রুত এইসমস্যার সমাধানের দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের নানা অনিয়ম তুলে ধরেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের আনিত অনাস্থা কার্যকর ও তার অপসারণ দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো. মনিরুল হক। এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল