মুন্সীগঞ্জে মরণফাঁদ ভাঙ্গা কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুক্তকণ্ঠ নামের একটি সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজারে ভাঙ্গা কালভার্টের উপরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ছোট্ট কালভার্ট যা ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে প্রায় সাড়ে ৩ বছর। ঝুঁকিপূর্ণ কালভার্টটি দিয়ে প্রতিদিন শতশত যানবাহনের পাশাপাশি হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এরই মধ্যে এই কালভার্টে দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছে একটি শিশু। ফলে কালভার্ট সংস্কারের দাবিটা আরো জোরালো হয়েছে। অনতিবিলম্বে কালভার্টির সংস্কার না হলে বড় কর্মসূচির ডাক দেয়া হবে।
মুক্তকণ্ঠের সভাপতি বরুন কৃষ্ণ পোদ্দার এর নেতৃত্ব মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ,সহ-সভাপতি এসকে বাসিত লাবলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুর রহমান,কার্যকরি সদস্য আমজাদ হোসেন,আবীর দাস দিনু, মোহাম্মদ হোসেন, মোঃ সাগর, মালেক আফসারি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল