নেত্রকোনায় গৃহকর্মী মারুফার ময়নাতদন্ত রিপোর্টের দাবিতে ‘অভিযাত্রা’ কর্মসূচি পালন করেছে সূর্যমুখী থিয়েটার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক সমাবেশ বারহাট্টা ও নেত্রকোনা অভিমুখে যাত্রা করে মানববন্ধন কর্মসূচি করে তারা। দুপুরে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ে এসে অভিযাত্রাটি পৌঁছায়।
এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে ও মশাল জেলে প্রতীকী কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে মারুফার হত্যাকান্ডের বিচার ত্বরান্বিত করতে অবিলম্বে ময়নাতদন্তের রিপোর্ট দেয়ার দাবি জানান তারা।
এর আগে মোহনগঞ্জ শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা করে বারহাট্টা উপজেলা শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন সুর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হানিফ, সদস্য শাহিদুল ইসলাম সাব্বির, সাবিনা আক্তার, হাসনিল তমা, সাইফুল ইসলাম হিমেল, আমিনুল ইসলাম পিয়াসসহ অন্যরা। পরে তারা সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলামের হাতে রিপোর্ট চেয়ে একটি আবেদন তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল