করোনা সংকটের কারণে সীমিত পরিসরে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় দোয়া ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার