বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আসাম প্রদেশের ধুবড়ি জেলার চাপোবত থানায় আটক ২৬ বাংলাদেশীকে দেশে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের প্রধান শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্বজনরা জানান, জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের ২৬ বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে বেড়াতে গিয়ে লকডাউনে পড়েন। এ কারণে তাদের অনেকের ভিসার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়। গত ৩ মে চেকপোস্ট কয়েক ঘন্টার জন্য খুলে দেয়া হলে এসব বাংলাদেশী ভারতের জোড়হাট থেকে ধুবড়ির পথে রওনা হন।
সেখানে তাদের আটক করে চাপোবত থানা পুলিশ। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে সেখানে তারা বন্দি এবং অনেক কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান তাদের স্বজনরা। এ সময় বক্তব্য রাখেন চিলমারীর বাসিন্দা নাহিদ হাসান নলেজ, মালঞ্চ বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন