নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাফায়েত (৪৫)।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে।
নিহত সাফায়েত কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি একটি সিমেন্ট কোম্পানির নেত্রকোনা জেলার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জাান সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন