ইজিবাইক শ্রমিকদের উপর পৌর টোলের নামে চাঁদাবাজি ও ইজিবাইক শ্রমিকদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে পৌরসভা ঘেরাও করেছে ইজিবাইক শ্রমিকরা। এ সময় পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
মঙ্গলবার ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় ইজিবাইক শ্রমিকরা। পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের গর্জনে এ সময় উত্তাল হতে থাকে ঠাকুরগাঁও শহর।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারণ সম্পাদক আবু আসলামসহ অন্যান্য ইজিবাইক শ্রমিকগণ।
বিডি প্রতিদিন/আল আমীন