নাটোরে জেলার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পেয়েছেন। মঙ্গলবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়। নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ওই পুরষ্কার ইউএনও তমাল হোসেনের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে।
বিডি প্রতিদিন/আল আমীন