রূপগঞ্জের পাশে ডেমরায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের অপরাধে অভিযুক্ত মো. রবিউল ইসলাম (১৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সে ওই বাড়ির ভাড়াটিয়া ও ভোলার দুলারহাট থানার নূরাবাদ গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
ধর্ষণের এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগীর মামা ডেমরা থানায় রবিউলের বিরুদ্ধে মামলা করেন।
ওই দিনই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ। ভুক্তভোগী ও তার পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবেশী বাড়ী হওয়ায় মেয়েটি প্রায়ই বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ীতে আসা যাওয়া করতেন। গত সোমবার দুপুর দেড়টার দিকে মেয়েটি ওই বাড়িতে গেলে ধর্ষক রবিউল ইলমাম একা পেয়ে জোরপূর্বক মেয়েটিকে তার রুমে নিয়ে ধর্ষণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার