গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গে মারা যান চাঁদপুর কচুয়ার দেবীপুর গ্রামের সিরাজুল ইসলাম (৮৫), করোনা ওয়ার্ডে মারা যান নগরীর ঠাকুরপাড়ার পুষ্পা রাণী মজুমদার (৬৫), আইসিইউতে মারা যায় চাঁদপুরের হাজীগঞ্জের অরুণ চন্দ্র (৮০), কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের আব্দুল মান্নান (১০৬), ব্রাহ্মণপাড়ার আব্দুল আজিজ (৩৪) ও দেবিদ্বারের মনিরুল ইসলাম (৭০)।
তারা সবাই সোমবার দিনের বেলা ও রাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কুমিল্লা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন