ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র মেহেদী মোস্তফা রাজিব হত্যা মামলার প্রধান আসামি জিহাদকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। আজ বেলা তিনটার দিকে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিল জিহাদ ও তার পরিবারের লোকজন। তাদেও গ্রেফতারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। পরে আজ বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। আজ জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে তার মায়ের সাথে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জিহাদের সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে রাজিবকে কুপিয়ে হত্যা করে।
বিডি প্রতিদিন/আল আমীন