বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বল্প পরিসরে পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় শহরের থানা রোডস্থ আওয়ামী লীগ অফিস চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দলের নেতাকর্মীরা।
পুস্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। এ সকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা এ্যাডভোকেট সামছুল হক ভোলা মাষ্টার, ক্যাপ্টেন নুর মো. বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, আওয়ামী লীগ নেতা সাদেকুজ্জামান মিলন পাল, সমির বোস, শামসুল আলম চৌধুরী, আইভী মাসুদ, বদিউজ্জামান বাবুল, নাজমুল হাসান খন্দকার লেভী, শওকত আলী জাহিদ, আবু নাইম, জাহিদ বেপারী, অমিতাব বোসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন