পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে খাঁ পাড়া গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্য দিবালোকে মৃত কালু খার ছেলে হুকুম আলী খাঁকে (৭০) কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার সন্তানেরা।
মঙ্গলবার দুপুরে পাবনা মুজিববাধ খাঁপাড়া সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে প্রকাশ্য দিবালকে হুকুম আলী খাঁকে তার বাড়ি থেকে জোর করে ধরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে এই সন্ত্রাসীরা। দীর্ঘ ১৭ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিচার হয়নি। সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরাঘুরি করছে এবং নিহত পরিবারের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে, তাই প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি নিহত পরিবারের।
মানবন্ধনে বক্তব্য রাখেন নিহত হুকুম আলীর স্ত্রী মোছা. সুফিয়া খাতুন ও তার ছেলে মো. বারেক খাঁ, মো. আক্কাজ শেখ, মোছা. নাছিমা খাতুনসহ এলাকার বিভিন্ন সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/আল আমীন