অন্যের লিচু বাগানে ঘাস খাওয়ায় গরুর দু’পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গরুর মালিক আব্দুল কুদ্দুস’র। মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিলে সেখানে গরুটির চিকিৎসা দেওয়া হয় বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির ৮নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, চেহেলগাজী ইউপির কামালপুর গ্রামের আব্দুল কুদ্দুস সোমবার সন্ধ্যায় গরুটি তার নিজ লিচু বাগানে বেঁধে দেয়। সন্ধ্যায় গরুটি বাঁধা রশি ছিঁড়ে পাশের বাগানে প্রবেশ করে ঘাস খায়। এতে ক্ষিপ্ত হয়ে গরুর পেছনের দুইটি পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
গরুর মালিক আব্দুল কুদ্দুস বলেন, গরুর সঙ্গে এমন আচরণ? এই অবলা গরুর দুইটি পায়ের রগ কেটে দিলো? একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না।
দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, সোমবার রাতে গরুটিকে এখানে এনেছিল। কিন্তু তখন চিকিৎসা দেওয়ার মত কেউ ছিল না। তাই মঙ্গলবার সকাল ১১টায় আবার নিয়ে এলে ভেটেরিনারী সার্জন ডা. রেজওয়ানুর হক গরুটির ২টি পায়ে সেলাইসহ ৫দিনের চিকিৎসা দিয়েছেন। এ্যান্টিবায়োটিকও দেয়া হয়েছে। একজন সুস্থ ব্যক্তি কখনই পশুর সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না।
বিডি প্রতিদিন/হিমেল