ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে বাড়ির পানি নিষ্কাশনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলঞ্চা গ্রামের রমজান আলীর (৫০) বাড়ির বৃষ্টির পানি তার চাচাতো ভাই সাহাবুদ্দিনের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পানি নিষ্কাশনে সাহাবুদ্দিন (৫৫) বাধা দেয়। এতে রমজান আলী ও সাহাবুদ্দিনের মধ্যে ঝগড়া বাধে। এরইমধ্যে সাহাবুদ্দিনের ছেলে আলম (৩০) তার চাচা রমজান আলীকে মারতে যায়।
তখন রমজান আলীর ভাই জামাল উদ্দিন (৪৮) ভাইকে বাঁচাতে গেলে ভাতিজা আলমের কিল ঘুষি জামালের নাকে লাগে। এ সময় ঘটনাস্থলেই মাটিতে পড়ে মারা যান তিনি। এতে সে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে সাথে সাথে মারা যায়।
এ ঘটনায় মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু (২৮) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় ৩২৩, ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন।
রাণীশকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর