মানিকগঞ্জে এসি রবিউল করিমের চতুর্থ মৃত্যুবাষির্কী উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান জেলা পুলিশ ও তার পরিবারের সদস্যরা।
বুধবার সকালে শহরের পুলিশ লাইনের মুল ফটকের সামনে তার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া শেষে তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এরপর এসি রবিউল করিমের নিজ গ্রাম সদর উপজেলার কাটিগ্রামে তার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে তার হাতে গড়া বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের পয়লা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় এসি রবিউল করিম নিহত হন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন